গফরগাঁওয়ে নিখোঁজের ৩ দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

February 12 2020, 13:56

ময়মনসিংহের গফরগাঁওয়ে থেকে বাড়ি থেকে নিখোঁজের ৩ দিন পর শহিদ মিয়া (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১২ ফেব্রুয়ারি) গফরগাঁও টোক সড়কের আহালিয়ার টেক নামক স্থান থেকে এই লাশ উদ্ধার করা হয়। এ সময় তার মাথার বাম দিকে আঘাতের চি‎‎হ্ন দেখতে পাওয়া যায়।

বৃদ্ধ শহিদ উপজেলার মশাখালী ইউনিয়নের বাইলনা গ্রামে মৃত আব্দুছ সাত্তারের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে আহালিয়ার টেক নামক স্থানে এক বৃদ্ধাকে পরে থাকতে দেখে এলাকাবাসী পাগলা থানায় খবর দিলে, পাগলা থানা পুলিশ দুপুরে গিয়ে পুলিশ এই লাশ উদ্ধার করে।

নিহতের ভাতিজা সোহাগ মিয়া (২৫) বলেন, তার চাচা কোন সন্তান না থাকায় ৪মাস আগে বাড়ি থেকে শ্রীপুর উপজেলার বরমী গ্রামে নিয়ে আসি। পরে ৯ ই ফেব্রুয়ারি আমাদের বাড়ি থেকে নিখোঁজ হলে অনেক খুঁজাখুজি করি। পরে বুধবার দুপুরে দিকে খবর পেয়ে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চাচার লাশ শনাক্ত করি।

পাগলা থানা ওসি শাহিনুজ্জামান খান বলেন, ৯৯৯ এ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: জাগরণ