গফরগাঁওয়ে অগ্নিকান্ডে গবাদিপশুসহ দুই গৃহকর্তা দগ্ধ

March 18 2020, 08:47

ময়মনসিংহের গফরগাঁওয়ে অগ্নিকান্ডের ঘটনায় দগ্ধ হয়েছে  গবাদিপশুসহ দুই গৃহকর্তা।আড়াই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনাটি ঘটে পাগলা থানাধীন লংগাইর ইউনিয়নের পূর্বগোলাবাড়ী গ্রামে।
জানা যায়,পূর্বগোলাবাড়ী নুরুল ইসলাম দপ্তরীর চার ছেলে আবুল মুনসুর,আমিনুল হক, বাবুল ও বাচ্চু গবাদিপশু পালনের জন্য একই সারিতে তিনটি গোয়ালঘর নির্মাণ করেন।এগুলোতে চারজনের প্রায় ২০ টি গরু রাখতেন।
মঙ্গলবার রাত আনুমানিক  ১০ টার সময় মশা তাড়ানোর জন্য খড়কুটা দিয়ে ধোঁয়া দিয়ে ছাঁই রেখে দেন গোয়ালঘরের সামনে।কিছুক্ষণের মধ্যে বাতাসে আগুন প্রসারিত হয়ে গোয়ালঘরে বিস্তার লাভ করে।মূহুর্তেই তা খড়ের গম্বুজে লেগে বিশাল অগ্নিকান্ডে রূপ নেয়।বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে প্রায় ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।এতে গোয়ালঘরেই দুইটি গরু পুড়ে ভষ্মীভুত হয়েছে এবং দগ্ধ হয়েছে ৬-৮ টি গরু।আগুন নিভাতে গিয়ে দগ্ধ হন দুই ভাই বাবুল ও আমিনুল হক খোকা।খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পাগলা থানা পুলিশ।
ঘটনার সত্যতা স্বীকার করে  পাগলা থানা পুলিশ পরিদর্শক  আব্বাস আলী জানান,খবর পাওয়ামাত্রই আমরা দ্রুত ঘটনাস্থলে হাজির হয়েছি ও গফরগাঁও ফায়ারসার্ভিস অফিসে যোগাযোগ করেছি কিন্তু তারা আসার আগেই গ্রামবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে।