খুলনায় চিকিৎসককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

June 18 2020, 06:37

খুলনায় রোগীর স্বজনদের হামলায় ডা. মো. আব্দুর রকিব খানের মৃত্যুর ঘটনায় প্রধান আসামি জমিরসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম বাহার বুলবুল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সকালে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চিকিৎসক আব্দুর রকিব খান হত্যা মামলার প্রধান আসামিসহ পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে, ১৫ জুন ভুল চিকিৎসার অভিযোগে রোগীর স্বজনরা ডা. রকিবের ওপর হামলা করে। এতে তিনি মারাত্মক আহত হন।

মঙ্গলবার (১৬ জুন) রাতে শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডা. রকিবের মৃত্যু হয়। তিনি নগরীর গল্লামারী মোড় এলাকার রাইসা ক্লিনিকের মালিক।

ডা. রকিবের ছোট ভাই সাইফুল ইসলাম জানিয়েছিলেন, ১৪ জুন বটিয়াঘাটা উপজেলার মোহাম্মদনগর এলাকার পল্লবী সড়কের আবুল আলী শেখের স্ত্রী শিউলি বেগম রাইসা ক্লিনিকে সিজারের মাধ্যমে সন্তান প্রসব করেন। কিন্তু শিউলি বেগমের রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ভর্তির কিছু সময় পর তারা ওই রোগীকে ঢাকায় রেফার্ড করেন। অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার পথে ওই প্রসূতির মৃত্যু হয়।

ভুল চিকিৎসায় শিউলি বেগমের মৃত্যু হয় বলে অভিযোগ করেন তার পরিবারের লোকজন। তারা এ জন্য ডা. রকিবকে দায়ী করে তার ওপর হামলা করে।
এ ঘটনায় ডা. রকিবের পরিবারের লোকজন খুলনা সদর থানায় একটি মামলা করেন।