খালেদা জিয়ার মুক্তি ও আইনের শাসন প্রতিষ্ঠা আমাদের লক্ষ্য : কায়সার কামাল
সারা বাংলাদেশে বিএনপি সমর্থক আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সংগ্রহ অভিযান চলছে। এর অংশ হিসেবে সোমবার ও মঙ্গলবার খুলনা বিভাগের যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা নড়াইল ও মাগুরা জেলা আইনজীবী সমিতিতে ফোরামের সদস্য ফরম পূরণ, মতবিনিময় ও আইনজীবী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। এসব জেলায় সদস্য সংগ্রহ কার্যক্রমে নেতৃত্ব দেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
আইনজীবী সমাবেশে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি ও দেশে আইনের শাসন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করাই এখন আমাদের প্রধান লক্ষ্য। এই লক্ষে আইনজীবীরা ঐক্যকদ্ধ।
যশোরে আইনজীবী সমাবেশে সভাপতিত্ব করেন আইনজীবী আবু মোরতজা ছোট, ঝিনাইদহে আইনজীবী সমাবেশে সভাপতিত্ব করেন আইনজীবী কবির হোসেন, সাতক্ষীরায় আইনজীবী সমাবেশে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট আবুল হোসেন, নড়াইলে আইনজীবী সমাবেশে সভাপতিত্ব করেন আইনজীবী গোলাম মোহাম্মদ এবং মাগুরায় আইনজীবী সমাবেশে সভাপতিত্ব করেন আইনজীবী এম এ রশিদ।
সদস্য সংগ্রহ কার্যক্রম ও আইনজীবী সমাবেশে অংশ নেন আইনজীবী ওয়াহিদুজ্জামান দীপু, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট আসাদুজ্জামান, রফিকুল ইসলাম মন্টু, আবদুস সালাম খান, মো: মিজানুর রহমান, আনিছুর রহমান খান, নাসির উদ্দিন সম্রাট, ব্যারিস্টার মনিরুজ্জামান, গোলাম মওলা, এবিএমএ সেলিম প্রমুখ।
আইনজীবী সমাবেশে বক্তারা বলেন, দেশে আইনের শাসন নেই। বেগম খালেদা জিয়া ন্যায়বিচার থেকে বঞ্চিত। আইনজীবীরা ঐক্যবদ্ধভাবে এই এক নায়কতন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম চালাতে হবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। আইনজীবীদের স্বার্থ রক্ষার জন্য বিচার বিভাগকে প্রশাসনের হস্তক্ষেপ মুক্ত রাখার দাবি জানান তারা। বলেন, সাধারণ মানুষ আজ ন্যায়বিচার থেকে বঞ্চিত। বিচারের বাণী আজ নিরবে নিভৃতে কাঁদে।
আগামীকাল বুধবার কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা আইনজীবী সমিতিতে সদস্য সংগ্রহ অভিযানে নেতৃত্ব দেবেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
এর আগে রোববার খুলনা বিভাগের খুলনা ও বাগেরহাট আইনজীবী সমিতিতে আইনজীবী ফোরামের সদস্য ফরম পূরণ কার্যক্রম উদ্বোধন করেন ব্যারিস্টার কায়সার কামাল।
গত ২২ অক্টোবর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক কমিটির সভায় সিদ্ধান্ত হয়, বিভিন্ন জেলায় ২৭ অক্টোবর থেকে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত সদস্য সংগ্রহ করা হবে। যারাই সদস্য হবেন তারা আগামী নির্বাচনে নিজ নিজ জেলায় কমিটিতে ভোট দেয়ার যোগ্য হবেন। বিভিন্ন জেলায় যে কমিটি হবে তাতে জেলার সদস্যগণই অন্তর্ভুক্ত ভোটার হিসেবে গণ্য হবেন। সদস্য সংগ্রহ করার পরে নির্বাচন হবে। নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি হবে।
সিদ্ধান্ত অনুযায়ী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে ফোরামের আহ্বায়ক খন্দকার মাহবুব হোসেনের নেতৃত্বে আইনজীবী ফোরামের সদস্য সংগ্রহ কার্যক্রম চলবে। সদস্য সচিব ফজলুর রহমানের নেতৃত্বে ঢাকা আইনজীবী সমিতি, সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলীর নেতৃত্বে চট্টগ্রাম বিভাগে, মীর মোহাম্মদ নাছির উদ্দিনের নেতৃত্বে রংপুর বিভাগে, সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীনের নেতৃত্বে সিলেট বিভাগে, নিতাই রায় চৌধুরী বরিশাল বিভাগে, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের নেতৃত্বে ঢাকা বিভাগে, সানা উল্লাহ মিয়ার নেতৃত্বে ময়মনসিংহ বিভাগে, মাসুদ আহমেদ তালুকদারের নেতৃত্বে কুমিল্লা বিভাগে, ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে খুলনা বিভাগে এবং আইনজীবী আবেদ রাজা ফরিদপুর বিভাগে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সংগ্রহ কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন।