খালেদা জিয়ার মুক্তির দাবিতে সোমবার দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

December 07 2019, 06:18

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

আজ শনিবার সংগঠনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমান অবৈধ সরকারের চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় অন্যায়ভাবে কারারুদ্ধ ‘গণতন্ত্রের মা’ দেশের সর্বাধিক জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী সোমবার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দেশব্যাপী জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।

কর্মসূচি সফল করার জন্য নির্দেশ দিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবু এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল।