খালেদা জিয়াকে দেখতে যাবেন ড. কামালসহ ঐক্যফ্রন্ট নেতারা
ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতৃবৃন্দ শিগগিরই কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন।
আজ রোববার দুপুরে ফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
ড. কামাল হোসেনের মতিঝিল চেম্বারে তার সভাপতিত্বে বৈঠকে বিএনপির ইকবাল হাসান মাহমুদ টুকু, জহির উদ্দিন স্বপন, গণফোরামের ড. রেজা কিবরিয়া, অ্যাড. সুব্রত চৌধুরী, মোশতাক আহমদ, নাগরিক ঐক্যের মমিনুল ইসলাম, বিকল্পধারা বাংলাদেশের নুরুল আমনি ব্যাপারী, গণস্বাস্থ্য সংস্থার ট্রাস্টি ডা: জাফরুল্লাহ চৌধুরী, জেএসডির আসম আবদুর রব, তানিয়া রব, আব্দুল মালেক রতন, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।