খালেদার জামিন শুনানি : বিপাকে অন্যান্য মামলার বিচারপ্রার্থীরা

December 12 2019, 07:05

আদালতে চলছে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার মামলার জামিন আবেদনের শুনানি। অন্য দিকে আদালত চত্বরের বাইরে অপেক্ষায় অন্যান্য মামলার হাজারো বিচার প্রার্থী। দুপুর ২টার পর এসব প্রার্থীদের মামলার শুনানি হবে বলে জানানো হয়েছে।

এদিকে দেশের বিভিন্ন জেলা থেকে বৃহস্পতিবার সকালে যেসব অপরাপর মামলার শুনানির জন্য হাইকোর্টে এসেছেন তারা পড়েছেন বিপাকে। আদালতে প্রবেশের উপর কড়াকড়ি আরোপ করায় তারা কেউই আজ কোর্টে প্রবেশ করতে পারছেন না। এমনকি অনেক আইনজীবীদেরও আদালতে প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে না।

বুধবারই ঢাকায় এসেছেন কুড়িগ্রামের আব্দুস সাত্তার, শাহ আলি ও রহিম শেখ। জমিজমার মামলার তারিখ ছিল বৃহস্পতিবার সকালে। কিন্তু আদালতের গেটে এসে জানতে পারলেন দুপুর ২টার আগে তাদের কোনো মামলার শুনানি হবে না। শুধু তারাই নন, এমন হাজারো বিচারপ্রার্থীরা সকাল থেকেই অপেক্ষা করছেন আদালত চত্বরে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার জামিন আবেদনের শুনানিকে কেন্দ্র করে প্রধান বিচারপতির আদালতে সকাল ৯টায় কেবলমাত্র সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তালিকাভুক্ত আইনজীবী ও সাংবাদিকদের প্রবেশ করতে দেয়া হয়। আপিল বিভাগের সনদ ছাড়া কোনো আইনজীবীকে ঢুকতে দেয়া হচ্ছে না।