খাগড়াছড়িতে ২০০ বিঘা জমিতে গাজার চাষ, এরপর…
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার ধল্যাছড়া মৌজার দুর্গম কমলচরণ কার্বারী পাড়া এলাকায় বৃহস্পতিবার দুপুরে গাজা ক্ষেত ধ্বংসে অভিযান শুরু করেছে সেনাবাহিনী। অভিযানে ৩৫টি ক্ষেতের ২০০বিঘা জমির প্রায় ১শ কোটি টাকা মূল্যের গাজার ক্ষেত ধ্বংসের কাজ শুরু হয়। একদিনেই অন্তত ৭০/৮০ বিঘা জমির গাজা খেত ধংস করা হয়েছে। অভিযান শেষ করতে তিনদিন লাগতে পারে বলে জানিয়েছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
খাগড়াছড়ি রিজিয়নের মহালছড়ি জোনের মেজর আফিস ইকবালের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সেনাবাহিনীর অর্ধশত সৈনিক ছাড়াও পুলিশ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য ও আনসার ভিডিপির সদস্যরা অংশগ্রহণ করেন। সেনাবাহিনীর মহালছড়ি জোনের অধিনায়ক লে. কর্ণেল মেহেদি হাসান নিজেই অভিযানে উপস্থিত ছিলেন।
অভিযানে অংশগ্রহণকারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, শত কোটি টাকা মূল্যের গাজাক্ষেত ধ্বংসে কাজ করছেন তারা। আঞ্চলিক রাজনৈতিক দলের মদদে এ মাদক ব্যবসা করা হতো বলে জানান তিনি।
স্থানীয় ইউপি সদস্য চন্দ্র কিরণ ত্রিপুরা বিপুল পরিমাণ গাজা ক্ষেতের সন্ধানের খবরে জানান, বিষয়টি তার জানা ছিল না।
পুলিশের এসআই মহিউদ্দিন আহমেদ জানান, মাদকদ্রব্য চাষাবাদে জড়িতদের ধরতেও চেষ্টা অব্যাহত আছে। আলামত সংগ্রহ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।