ক্যাচ নেয়ার রেকর্ড গড়লেন স্টোকস
জেমস অ্যান্ডারসনের করা বলে স্লিপে দাঁড়িয়ে ব্যাটসম্যান এনরিখ নর্টির ক্যাচ নেয়ার সাথে সাথে বেন স্টোকসের নামটি জায়গা করে নেয় রেকর্ড বইয়ের নতুন পাতায়। কেপটাউনে রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এক ইনিংসে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ক্যাচ ধরার রেকর্ড গড়েন তিনি।
শুধু ইংল্যান্ড নয়, পাঁচটি ক্যাচ লুফে নিয়ে টেস্ট ক্রিকেটে বিশ্ব রেকর্ডের সমতায় পৌঁছান স্টোকস। টেস্টে অতীতে বিশ্বব্যাপী সর্বমোট ১১ বার এমন সফলতা অর্জন করেছেন ক্রিকেটাররা। সর্বশেষ ২০১৭-১৮ মৌসুমে অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ এই কেপটাউনেই পাঁচ ক্যাচের রেকর্ড বইয়ে নাম লিখিয়েছিলেন। প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে পঞ্চম ক্যাচটি নেন স্টোকস। তবে স্টোকস সবকটি ক্যাচ নিয়েছেন দ্বিতীয় স্লিপে দাঁড়িয়ে।
এ পর্যন্ত ১০১৯টি টেস্ট খেলা ইংল্যান্ড দলের হয়ে এক ইনিংসে চারটি ক্যাচ ধরার রেকর্ড রয়েছে ২৩টি। যার মধ্যে সর্বশেষ চার ক্যাচ ধরেছেন ইংলিশ অধিনায়ক জো রুট। গত বছর জানুয়ারিতে লর্ডসে আয়ারল্যান্ডের বিপক্ষে এই কীর্র্তি গড়েছিলেন তিনি।