কোহলির চেয়ে ভাল অধিনায়ক রোহিত: গম্ভীর
বিরাট কোহলি ভালভাবে অধিনায়কত্ব পালন করলেও সহ-অধিনায়ক রোহিত শর্মা তার চেয়েও ভাল অধিনায়ক বলে জানিয়েছেন ভারতের সাবেক ব্যাটসম্যান গৌতম গম্ভীর।
স্টার স্পোর্টস শো ক্রিকেট কানেক্টেডে গম্ভীর বলেন, “বিরাট কোহলি খারাপ অধিনায়ক নয়, তবে রোহিত শর্মা তারচেয়ে ভাল অধিনায়ক। গুণমান এবং অধিনায়কত্বের মধ্যে বিশাল এক ভিন্নতা রয়েছে।”
এক্ষেত্রে গম্ভীর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কোহলি এবং রোহিতের রেকর্ডের কথা তোলেন। আইপিএল ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক মুম্বাই ইন্ডিয়ান্সের দলপতি রোহিত। যার নামের পাশে রয়েছে পাঁচটি শিরোপা।
অন্যদিকে কোহলির নেতৃত্বে একবারও শিরোপা জিতেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ৩২ বছর বয়সী তারকা দলটির অধিনায়ক হন ২০১৩ সালে। এরপর কেবল ২০১৬ সালে রানার্স-আপ হতে পেরেছিল ব্যাঙ্গালুরু।
এই তুলনা টেনে গম্ভীর বলেন, “আইপিএলের পারফর্ম্যান্সের ভিত্তিতে যদি আমরা খেলোয়াড় পছন্দ করি, তাহলে কেন আমরা আইপিএল পারফর্ম্যান্সের ভিত্তিতে অধিনায়ক পছন্দ করি না?”