কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন : নিহত ১, আহত ২৫

December 11 2019, 16:05

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হিজলতলা এলাকায় বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে একটি প্লাস্টিক কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফারণের পর অগ্নিকাণ্ডে একজন নিহত ও কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা ও কারখানার আহত শ্রমিকরা জানান, প্লাস্টিক গ্লাস তৈরির কাজ করায় সময় হঠাৎ একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে মুহূর্তেই কারখানার ভেতরে আগুন ছড়িয়ে পড়ে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, আগুন নেভাতে কেরানীগঞ্জ পোস্তগোলা ও সদরঘাট ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।

পুলিশ, র‌্যাব ও এলাকাবাসী আহতদের উদ্ধার করে মিটফোর্ড হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

কারখানার শ্রমিক বাবুল জানান, তাদের সাথে কাজ করা তিন থেকে চারজন শ্রমিক কারখানার মধ্যে আটকা পড়ে আছেন। আগুনের কারণে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

গত ফেব্রুয়ারি মাসে ওই কারখানায় আরেক দফা আগুন লেগেছিল। সেই রেশ কাটতে না কাটতেই আবারো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো।

সূত্র : ইউএনবি