কেরানীগঞ্জে ট্রাকের ধাক্কায় ২ বন্ধু নিহত

December 25 2019, 16:48

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।

বুধবার দুপুর ১২টার দিকে ঝিলমিল আবাসিক এলাকায় ঢাকা-মাওয়া সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাসেল (২২) ও রাব্বি (২৫)।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান জানান, রাজধানীর মুগদা এলাকার বাসিন্দা রাসেল ও রাব্বি দুপুরে আরেক বন্ধু নুরুজ্জামানকে দেখতে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে যাচ্ছিলেন। পথে ঝিলমিল আবাসিক এলাকায় তাদের মোটরসাইকেলটিকে একটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

লাশ ময়নাতদান্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় স্থানীয়রা ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছেন।

ছেলেকে হত্যা:
এদিকে, খেজুরবাগ এলাকায় দুপুরে স্ত্রীর সাথে ঝগড়ার জেরে দুই বছরের ছেলেকে গলাটিপে হত্যা করেছেন এক লোক। শিশুটির লাশও মর্গে পাঠানো হয়েছে।

উভয় ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পৃথক মামলা হয়েছে।

সূত্র : ইউএনবি