কেরানীগঞ্জের অগ্নিকাণ্ড : আরো ২ জনের মৃত্যু

December 15 2019, 09:16

ঢাকার কাছে কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানায়’ অগ্নিকাণ্ডের ঘটনায় রোববার সকালে ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট নিহতের সংখ্যা দাড়াল ১৬ জনে।

এদিন সকাল সাড়ে ছয়টায় মুন্তাকিম ও সাড়ে ১০টার দিকে আ. রাজ্জাক মারা যান। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই ঘটনায় দ্বগ্ধদের মধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন আছেন ৭ জন, আর ঢামেক বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন ৮ জন।

গত ১১ ডিসেম্বর বুধভার সন্ধ্যার দিকে কেরানীগঞ্জের চুনকুটিয়ার ‘প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক কারখানায়’ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে একজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়।