কুমিল্লা উত্তর জেলা আ. লীগ : প্রস্তুতি কমিটিতে মৃত ব্যক্তির নাম!

October 21 2019, 10:47

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন করতে ২৮ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ।

রোববার (২০ অক্টোবর) রাতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়েদুল কাদের এমপি স্বাক্ষরিত কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির অনুমোদন দেয়া হয়।
এতে রুহুল আমিনকে আহবায়ক ও অধ্যক্ষ হুমায়ুন মাহমুদকে সদস্য সচিব এবং ২৬ জনকে সদস্য করে ২৮ সদস্যের ওই কমিটির তালিকায় রয়েছে মৃত ব্যক্তিও!

চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি অধ্যক্ষ আইউব আলী চলতি বছরের ফেব্রুয়ারিতে মৃত্যু বরণ করেন। তা সত্ত্বেও ২০ অক্টোবর ৭টি উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির ২৬ নম্বর সদস্য তিনি! এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে।

সম্মেলন প্রস্তুতি কমিটি আহবায়ক রুহুল আমিন জানান, চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি অধ্যক্ষ আইউব আলীর মৃত্যুর বিষয়টি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটিকে অবহিত করেননি। যার ফলে এমন ভুল হয়েছে।

এর আগে গত ১৫ অক্টোবর রাজধানীর ধানমন্ডি কার্যালয়ে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে বৈঠক করে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। ওই বৈঠকের ছয় দিন পর রোববার রাতে সম্মেলন প্রস্তুতি কমিটির অনুমোদন দেয়া হয়।

কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি’র সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও পানী সম্পদ মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী এনামুল হক শামীম। এছাড়া কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।