কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনের মৃত‌্যু

July 07 2020, 11:04

কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছে।

মঙ্গলবার সকালে কুমিল্লার দাউদকান্দি ও চাঁপুরের মতলব সড়কের কাজিরকোনা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তারা ঢাকা থেকে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ যাচ্ছিলেন।

নিহতরা হলেন চাঁদপুর ফরিদগঞ্জ এলাকার সিরাজুল ইসলাম (৮০), স্ত্রী জাহানারা বেগম (৭০) ও ১২ বছরের নাতি আবু বকর সিদ্দিক।

দাউদকান্দি থানার ওসি রফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে বাড়ি যাওয়ার পথে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একই পরিবারের তিন জন নিহত হয়। দুর্ঘটনা কবলিত গাড়িসহ নিহতদের উদ্ধার করা হয়েছে।

মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।