কুমিল্লায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

December 10 2019, 17:16

কুমিল্লার লালমাইয়ে যাত্রীবাহী একটি বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের হেলপার ও এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন।

আজ মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই উপজেলার নিচিন্তপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতদের লাশ তাদের স্বজনরা ঘটনাস্থল থেকে নিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। আর আহতদেরকে কুমিল্লা মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মো: জিয়াউল হক জানান, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে লালমাই উপজেলার হরিশ্চর বাজারের উত্তর পাশে নিচিন্তপুর এলাকায় কুমিল্লাগামী উপকূল পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা মাল বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই বাসের হেলপার এবং এক শিশু নিহত হয়। এছাড়া আহত হয় ১০জন। এই দুর্ঘটনার পর পরই স্বজনরা নিহতদের লাশ ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়েছে। আর আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে।