কুমিল্লায় পিকনিকের বাস খাদে, মেডিকেল শিক্ষার্থী নিহত
কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার শহিদনগর এলাকায় পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক মেডিকেল শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন শিক্ষার্থী। শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত রশ্নী আক্তার সাভারের এনাম মেডিকেলের শিক্ষার্থী বলে জানিয়েছে তার সহপাঠীরা।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, সাভারের এনাম মেডিকেল কজলেজের একদল শিক্ষার্থী খাগড়াছড়িতে পিকনিক শেষ করে শনিবার রাতে ঢাকায় ফিরছিল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শহিদনগর এলাকায় তাদের বহনকারী বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রশ্নী আক্তার নামের এক শিক্ষার্থী মারা যায়। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়।
দুর্ঘটনাকবলিত বাসসহ অন্যান্য শিক্ষার্থীদেরকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সূত্র : ইউএনবি।