কিরগিজস্তান-তাজিকিস্তান সীমান্তে সহিংসতায় নিহত বেড়ে ৩১

April 30 2021, 16:24

কিরগিজস্তান ও তাজিকিস্তানের বিতর্কিত সীমান্তে বছরের পর বছর ধরে চলা সংঘর্ষ আবারও শুরু হছে। এতে সর্বশেষ পাওয়া খবরে অন্তত ৩১ জন নিহতের তথ্য পাওয়া গেছে। আহত হয়েছে আরও বহু মানুষ। চলমান সংঘর্ষে নিহতের সংখ্যা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসির।

এদিকে, উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে ১০ হাজার মানুষকে। এর আগে, গত বুধবার উভয় দেশের সীমান্তবর্তী লোকেরা পানির জায়গায় নজরদারি ক্যামেরা বসানোর পরে একে অপরের দিকে পাথর ছুঁড়ে মারলে সংঘর্ষের সূত্রপাত ঘটে।

পরে সৈন্যরা সংঘাতে জড়িয়ে পরলে একটি চুক্তির কারণে তারা পিছু হঠতে সম্মত হয়। যদিও পরবর্তীতে গুলি চালিয়ে যেতে দেখা গেছে। উল্লেখ্য, সোভিয়েত ইউনিয়নের পতনের পর ১৯৯১ সালে স্বাধীনতা লাভ করে কিরগিজস্তান ও তাজিকিস্তান। তখন থেকেই দুই দেশের মধ্য সীমানা নির্ধারণ নিয়ে দফায় দফায় সংঘর্ষ হয়ে আসছে।