কাস্টমস হাউস ও স্টেশনের প্রতি এনবিআরের নির্দেশ
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে সরকার কর্তৃত ঘোষিত সাধারণ ছুটিকালীন সময়ে সীমিত আকারে দাফতরিক কার্যক্রম পরিচালনার জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তার অধীনস্থ কাস্টমস হাউস ও কাস্টমস স্টেশন সমূহেকে নির্দেশ দিয়েছে। আজ সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের এক অফিস আদেশের মাধ্যমে এই নির্দেশ প্রদান করা হয়েছে।
রাজস্ব বার্ডের দ্বিতীয় সচিব (কাস্টমস নীতি) মোহাম্মদ মেহরাজ-উল-আলম সম্রাট স্বাক্ষরিত ওই অফিস আদেশে বলা হয়েছে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে সরকার কর্তৃক ঘোষিত সাধারণ ছুটিকালীন আমদানিকৃত নিত্য প্রয়োজনীয় পণ্য, জরুরী চিকিৎসা ও অন্যান্য সেবাসামগ্রী শুল্কায়নসগ খালাস প্রদান এবং রফতানি ও ইডিজেডের কার্যক্রম সচল রাখার লক্ষে যে সকল কাস্টমস হাউস ও কাস্টমস স্টেশন সমূহে সীমিত আকারে দাফতরিক কার্যক্রম পরিচালনা করার নির্দেশনা প্রদান করা হলো।
উল্লেখ্য, এখানে নিত্য প্রয়োজনীয় পণ্য, জরুরী চিকিৎসা ও অন্যান্য সেবাসামগ্রীর সাথে শিল্পের কাঁচামাল এবং সরকারী বা বেসরকারী বা স্বায়ত্বশাসিত সংস্থার আমদানিও অন্তর্ভুক্ত হবে।