কাশ্মিরে সেনাবাহিনীর নির্যাতনের শিকার ১২ সাংবাদিক

November 02 2019, 16:50

কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার পরদিনই কাশ্মিরে সেনাবাহিনীর হাতে নির্যাতনের শিকার হয়েছেন সাংবাদিকরা। সেনা সদস্যদের মারধরে এক নারীসহ ১২ সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। বিক্ষোভের আশঙ্কায় শ্রীনগরের কয়েকটি এলাকায় এখনো জরুরি অবস্থা জারি রয়েছে। সেসব এলাকায় সাধারণ নাগরিকদের গতিবিধি তদারকি করছে সেনা সদস্যরা। শনিবার তেমনই একটি এলাকায় খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা নির্যাতনের শিকার হয়েছেন।

জানা গেছে, সাংবাদিকরা যখন ছবি তুলছিলেন এবং স্থানীয়দের সাথে কথা বলার চেষ্টা করছিলেন, তখন একদল সেনা সদস্য তাদের ঘিরে ধরে মারধর শুরু করেন। এতে মোসাম্মাৎ জেহার, আদিল আব্বাস, ইদ্রিস আব্বাস, মজিন মোট্টুসহ আরো বেশ কয়েকজন সাংবাদিক মারাত্মকভাবে আহত হয়েছেন। তবে এ বিষয়ে প্রশাসন এখন পর্যন্ত কোনো বক্তব্য দেয়নি।