কালো দিবস উপলক্ষে কিশোরগঞ্জে বাম জোটের মানববন্ধন

December 30 2020, 06:53

“কালো দিবস” উপলক্ষে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা বাম গণতান্ত্রিক জোট। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় শহরের রঙমহলের সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় বক্তব্য রাখেন জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, জেলা বাসদের সমন্বয়ক এডভোকেট শফীকুল ইসলাম, জেলা কমিউনিস্ট পার্টির সম্পাদক মণ্ডলীর সদস্য ডা. এনামুল হক ইদ্রিস, শহর শাখার সম্পাদক এডভোকেট হাসান ইমাম রঞ্জু, জেলা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা নজরুল ইসলাম শাহজাহান, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সিরাজুল ইসলাম সাত্তার ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান রুমী, বাসদ (মার্কসবাদী) নেতা আলাল মিয়া, বাসদ নেতা জুনায়েদুল ইসলাম প্রমুখ।