কালিহাতীতে রোহিঙ্গা যুবক আটক

October 25 2019, 16:10

টাঙ্গাইলের কালিহাতীতে ইউসুফ আলী (৩২) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার দুপুরে উপজেলার বল্লা এলাকা থেকে তাকে আটক করা হয়।

কালিহাতী থানার ওসি হাসান আল মামুন জানান, বল্লা বাজার এলাকায় দু’দিন যাবৎ ওই ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা থানায় খবর দেন। শুক্রবার দুপুরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক জানায়, ১৫ দিন আগে সে চট্টগ্রাম রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে আসে। এখন আইনী প্রক্রিয়ার মাধ্যমে তাকে আবার ক্যাম্পে ফেরত পাঠানো হবে।