কার্তিকের শুরুতেই স্বস্তির বৃষ্টি!
দিনে গরম আবার রাতে ঠাণ্ডা। হঠাৎ করেই নামছে বৃষ্টি। শীত বুঝি উঁকি মারছে। আবহাওয়ার এই যে বদল, এতে ছোট-বড় সবাই শারীরিকভাবে কিছুটা অসুস্থ হয়ে পড়ছেন। হঠাৎ বৃষ্টি-ভেজা আবার গরমে গা ঘেমে একাকার। ফলে সর্দি-জ্বর জেঁকে বসছে। এ সময়টাতে মানুষকে খুব সচেতন থাকতে হবে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর থেকে ঢাকাসহ জেলার বিভিন্ন এলাকার আকাশটা গুমোট হয়ে আছে। কোথাও কোথাও অবিরাম বৃষ্টি নামছে। জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে মানুষের চলাচলে বিঘ্নিত ও ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সনাতন ধর্মাবলম্বীদের শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবে বাদসাধছে বৃষ্টি। তবে বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষেরা।