কারোনাভাইরাসে সহস্রাধিক মৃত্যুর দায়ে চীনা শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

February 11 2020, 14:42

চীনে করোনাভাইরাস ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার পর দেশটির বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে। এরই মধ্যে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।

হুবেই প্রদেশের হেলথ কমিশনের পার্টি সেক্রেটারি ও কমিশনের প্রধানকে তাদের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে।

তারা শীর্ষ স্থানীয় কর্মকর্তা ছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে।

স্থানীয় রেড ক্রসের ডেপুটি ডাইরেক্টরকে দায়িত্বে অবহেলার কারণে সরিয়ে দেয়া হয়েছে।

হুবেই প্রদেশের দলের দু’জন কর্মকর্তার স্থলে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের উপ-পরিচালক, ওয়াং হেশেং স্থলাভিষিক্ত করা হয়।

করোনাভাইরাসে সোমবার ১০৮ জনের মৃত্যু হয়েছে। যা এই ভয়াবহ ভাইরাসের প্রাদুর্ভাব ঘটার পরে একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।

মঙ্গলবার চীনা জাতীয় স্বাস্থ্য কমিশন এক বিবৃতিতে জানায়, সোমবার মধ্যরাত পর্যন্ত কমপক্ষে ১ হাজার ১৬ জন মারা যায়।

এছাড়া, গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২ হাজার ৪৭৮ জন। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ৪২ হাজার ৬৩৮ জনে।

গত ২৪ ঘন্টায় যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ১০৩ জনই হুবেই প্রদেশের, এরমধ্যে ৬৭ জন প্রদেশটির রাজধানী উহানের। বিবিসি।