কাভার্ড-বাসের ধাক্কায় অ‌্যাম্বুলেন্সের ৬ আরোহী নিহত

September 09 2020, 13:48

বরিশালের উজিরপুরের আটিপাড়ায় অ‌্যাম্বুলেন্স, বাস ও কাভার্ড ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে এক শিশুসহ ছয় জন নিহত হয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই অ‌্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. জিয়াউল আহসান।

স্থানীয়দের বরাদ দিয়ে ওসি জিয়াউল আহসান জানান, অনিক নামের একটি অ‌্যাম্বুলেন্স ঢাকা থেকে বরিশালের উদ্দেশে যাচ্ছিলো। ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়ায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে অ‌্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়।

একই সময় কাভার্ড ভ্যানের পিছনে থাকা এম এম পরিবহনের যাত্রীবাহী একটি বাস ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনায় পড়া অ‌্যাম্বুলেন্স ও কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ‌্যাম্বুলেন্সের চালক ও এক শিশুসহ ছয় জন নিহত হন।

ওসি জিয়াউল আহসান বলেন, ‘উদ্ধার তৎপরতা চলছে। তবে নিহতদের নাম বা পরিচয় এখনো সনাক্ত করা সম্ভব হয়নি।’