কাপ্তাইয়ে আউশের বাম্পার ফলন
রাঙামাটির কাপ্তাইয়ে আউশ ধানের বাম্পার ফলন হয়েছে। ফলন ভালো হওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা গেছে, খরিপ-১ মৌসুমে কাপ্তাই উপজেলার ৪৪০ হেক্টর জমিতে স্থানীয় জাতের ধানের বাম্পার ফলন হয়েছে।
উপজেলা কৃষি অফিসার সামসুল আলম চৌধুরী জানান, ৪৪০ হেক্টর জুম ধান ছাড়াও এই মৌসুমে ২০ হেক্টর জমিতে ব্রি ধান ৪৮ ও ব্রিধান ৮২ সহ অন্যান্য জাতের ধানের ভালো ফলন হয়েছে।
তিনি আরও জানান, উফশী জাতের ধান হেক্টর প্রতি ২.৭৫ মেট্রিক টন ও জুম ধান হেক্টর প্রতি ১.৪০ মেট্রিক টন হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন ধান কাটা চলছে, পুরো সেপ্টেম্বর মাস জুড়ে ধান কাটা হবে।
কাপ্তাই উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের কৃষক মংহ্লাউ মারমা বলেন, ‘করোনার মধ্যে অনেক কষ্ট করে টাকা যোগাড় করে এক একর জমিতে উফশী জাতের ধানের চাষ করি। জমিতে ধান ভালো হয়েছে। কিছু দিনের মধ্যেই ধান কাটতে পারবো।’
কাপ্তাই ব্যঙছড়ির কৃষক সুইহ্লাচিং মারমা, রাইখালী ডংনালার কৃষক মারফত আলী, ওয়াগ্গার কৃষক ধনারাম তনচংগ্যার জানান, এখন ধান কাটা হচ্ছে। এবার ফলনও ভালো হয়েছে।