কাপাসিয়ায় ২৪ কেজি গাঁজাসহ তিন বিক্রেতা আটক

August 24 2020, 10:46

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বড়টেক এলাকা থেকে ২৪ কেজি গাঁজাসহ তিনজন বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে বিষয়টি জানান গাজীপুর র‌্যাব-১ এর লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন।

আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাটপাড়া এলাকার মৃত আবু শামার ছেলে লোকমান মিয়া (৩৮), একই এলাকার মৃত জিতু মিয়ার ছেলে মমিন মিয়া (২৮) ও নরসিংদীর রায়পুরা থানার শাহের চর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে নজরুল ইসলাম (৩২)।

লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে বড়টেক এলাকা দিয়ে যাওয়া সময় একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় অটোরিকশাটি থেকে ২৪ কেজি গাঁজাসহ ওই তিন বিক্রেতাকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে তাদের ব্যবহৃত অটোরিকশাটিও। আটক তিনজনের নামে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।