কাপাসিয়ায় ২৪ কেজি গাঁজাসহ তিন বিক্রেতা আটক
গাজীপুরের কাপাসিয়া উপজেলার বড়টেক এলাকা থেকে ২৪ কেজি গাঁজাসহ তিনজন বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে বিষয়টি জানান গাজীপুর র্যাব-১ এর লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন।
আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাটপাড়া এলাকার মৃত আবু শামার ছেলে লোকমান মিয়া (৩৮), একই এলাকার মৃত জিতু মিয়ার ছেলে মমিন মিয়া (২৮) ও নরসিংদীর রায়পুরা থানার শাহের চর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে নজরুল ইসলাম (৩২)।
লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে বড়টেক এলাকা দিয়ে যাওয়া সময় একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় অটোরিকশাটি থেকে ২৪ কেজি গাঁজাসহ ওই তিন বিক্রেতাকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে তাদের ব্যবহৃত অটোরিকশাটিও। আটক তিনজনের নামে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।