কানপুরে বিক্ষুব্ধ জনতার উপরে গুলি, আগুন জ্বলছে দিল্লিতে
ভারতের উত্তর প্রদেশে ফের গুলি চালাল পুলিশ। লখনউয়ের পর এবার কানপুর। নয়া নাগরিকত্ব আইনের বিরোধিতায় উত্তাল জনতার উপরে পুলিশ গুলি চালায় বলে অভিযোগ। গুলিতে ৭ থেকে ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
উত্তর প্রদেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভের খবর মিলেছে। মেরুট, বাহরেচ, বুলন্দশহর, মুজাফফরনগরে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ বাধে বিক্ষোভকারীদের। পাথর ছোড়া হয়। গাড়ি পোড়ানো হয় বুলন্দশহরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ব্যবহার করে। কোথাও লাঠিচার্জ করে পুলিশ। উত্তর প্রদেশের বিভিন্ন জায়গায় জারি করা হয়েছে ১৪৪ ধারা।
বুলন্দশহরের জেলা প্রশাসক রবীন্দ্র কুমার জানান, বিকেল ৩টা থেকে মোবাইল ও ইন্টারনেট সুবিধা বন্ধ রাখা হয়েছে।
দিল্লির দরিয়াগঞ্জে দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে বিক্ষোভকারীদের। বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান ব্যবহার করে পুলিশ। লাঠিচার্জ করে বলে অভিযোগ।
তুমুল বিক্ষোভের জেরে চাঁদনি চক, রাজীব চক, দিল্লি গেট-সহ একাধিক মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়। জিনিউজ।