কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে : জুনাইদ বাবুনগরী

November 29 2019, 14:21

বাংলাদেশে ৯০ ভাগ মানুষ মুসলমান, মুসলমানের দেশে কাদিয়ানীরা থাকতে পারে না। মিশর, সিরিয়াসহ বিশ্বের অন্যান্য মুসলামান দেশে কাদিয়ানীদের কাফের ঘোষণা করা হয়েছে। সরকারের প্রতি অনুরোধ থাকবে অবিলম্বে সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে ও সাংবিধানিক ভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে। শুক্রবার দুপুরে বাংলাদেশ খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির আয়োজনে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়মোড়া কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী এসব কথা বলেন।

খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমীর মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরের সভাপতিত্বে মহাসম্মেলনে আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহি বি চৌধুরী, রেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব আল্লামা আব্দুল কুদ্দুস দা.বা., আল্লামা নূর হোসেন কাশেমী দা.বা., আল্লামা নুরুল ইসলাম জিহাদী, সিরাজদিখান উপজেলা ভাইস চেয়ারম্যান মইনুল ইসলাম নাহিদ।

এর আগে সকাল থেকে লাখো ইসলামী জনতা সন্মেলনে যোগ দেয়।