কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগের প্রেমিক আটক

March 03 2020, 12:58

নীলফামারীর সৈয়দপুর থানায় কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগের মঙ্গলবার সকালে একটি মামলা হয়েছে।

ছাত্রীটির বাবা স্কুল শিক্ষক আব্দুল মজিদ নিজে ওই মামলাটি দায়ের করেছেন। মামলার বাদি সৈয়দপুর শহরের নতুনবাবুপাড়ার বাসিন্দা এবং পার্বতীপুর উপজেলা একটি মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক। তার এক মাত্র মেয়ে শহরের প্রতিষ্ঠিত একটি কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্রী। সৈয়দপুর থানা পুলিশ এ মামলার প্রধান আসামী ফাইয়াজ আহম্মেদকে (৩২) গ্রেফতার করেছে। ফাইয়াজ সৈয়দপুর শহরের একজন টিন ব্যবসায়ী। তিনি কাজীপাড়ার টিন ব্যবসায়ী মৃত: রেয়াজ উদ্দিনের ছেলে।

এ মামলার অপর আসামি শহরের বাঁশবাড়ীর জাবেদমুন্সি পালাতক থাকায় তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ব্যাপারে ফাইয়াজের পরিবারের অভিযোগ করে বলেন, একটি প্রেমঘটিত বিষয়ের কারনে ফাইয়াজের বিরুদ্ধে মামলা হয়েছে।
ভিকটিমকে শারীরিক পরীক্ষার জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।

সৈয়দপুর থানা অফিসার ইর্চাজ (তদন্ত ওসি) আতাউর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার ফাইয়াজকে আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।