করোনা সঙ্কট যুক্তরাষ্ট্রের জীবাণু অস্ত্রের ফল : ইরান

March 07 2020, 08:38

শত্রুপক্ষকে শায়েস্তা করতে যুক্তরাষ্ট্রই জীবাণু অস্ত্র হিসেবে করোনাভাইরাস ব্যবহার করতে পারে বলে দাবি করেছেন ইরানের এলিট বাহিনী রেভুলিউশনারি গার্ডের (আইআরজিসি) প্রধান জেনারেল হোসেন সালামি। বৃহস্পতিবার কেরমান শহরে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, যে করোনাভাইরাস প্রথমে চীনে, এরপর ইরানসহ বাকি বিশ্বে ছড়িয়ে পড়েছে, সেটি যুক্তরাষ্ট্রের জীবাণু আগ্রাসনের ফল হতে পারে।

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়েছিল চীনে, ধীরে ধীরে তা ছড়িয়ে পড়েছে বিশ্বের অন্তত ৮১টি দেশ ও অঞ্চলে। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত ও মৃতের বেশির ভাগই চীনে। এর বাইরে সবচেয়ে বেশি ভুক্তভোগী দেশের মধ্যে ঘুরেফিরে তিন-চারে ওঠানামা করছে ইরান। এ দু’টি দেশের সাথেই যুক্তরাষ্ট্রের সাপে-নেউলে সম্পর্ক। সালামি বলেন, দেশটি (যুক্তরাষ্ট্র) আজ জীবাণুযুদ্ধে লিপ্ত হয়েছে। তাদের জানা উচিত, তারা যদি সত্যিই এটা করে থাকে, তবে তা ফেরত পাবে।

দেশবাসীকে আশ্বস্ত করে আইআরজিসি প্রধান বলেন, ‘আজও আমরাই যুদ্ধে জয়ী হবো, এমনকি ভাইরাসের বিরুদ্ধেও।’

এর আগে, ইরানের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান গোলাম রেজা জালালিও দাবি করেছিলেন, করোনা সঙ্কট চীন-ইরানের ওপর জীবাণু অস্ত্রের ব্যবহারের কারণে হতে পারে। তবে তিনি সরাসরি যুক্তরাষ্ট্রের নাম বলেননি।

গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবারের মতো ধরা পড়ে করোনাভাইরাস। এরপর অন্তত ৮১টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী চীনে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৫৫২ জন, মারা গেছেন তিন হাজারেরও বেশি মানুষ।

চীনের পর সবচেয়ে বেশি আক্রান্ত দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে অন্তত ছয় হাজার ২৮৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে, মারা গেছেন ৪২ জন। মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় অবস্থানে ইউরোপের দেশ ইতালি। দেশটিতে এ পর্যন্ত অন্তত ১৪৮ জন মারা গেছেন, আক্রান্ত হয়েছেন তিন হাজার ৮৫৮ জন। এ ছাড়া করোনাভাইরাসের তাণ্ডব চলছে মধ্যপ্রাচ্যের দেশ ইরানেও। দেশটিতে এ পর্যন্ত অন্তত সাড়ে তিন হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ১০৭ জন। ডেইলি মেইল।