করোনা মোকাবেলায় এবার পর্তুগালে কারফিউ

November 08 2020, 08:52

পর্তুগাল করোনা ভাইরাস মোকাবেলায় সোমবার থেকে দেশের অধিকাংশ এলাকায় কারফিউ জারি করছে। শনিবার জরুরি কেবিনেট বৈঠক শেষে প্রধানমন্ত্রী এন্তোনিও কোস্টা এক ঘোষণায় এ কথা বলেন।

মহামারির কারণে জরুরি অবস্থা জারির একদিন পর কারফিউ বলবতের ঘোষণাটি এল। দেশটিতে অক্টোবর মাসের প্রথম থেকে প্রতিদিনই করোনা সংক্রমণ বাড়ছিল।

দেশটির প্রধানমন্ত্রী এন্তোনিও কোস্টা বলেন, এর আগে যে কঠোর লকডাউন আরোপ করা হয়েছিল আবারো সে পদক্ষেপ এড়াতে কারফিউ জারি করাই প্রয়োজনীয় পদক্ষেপ। জনসংখ্যার প্রায় ৭০ শতাংশের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে বলেও তিনি জানান। বাসস