করোনা মোকাবিলায় আরো ১০০ আইসিইউ

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় ১০০ আইসিইউ মেশিন স্থাপন করা হচ্ছে। এছাড়াও স্বল্প সময়ের মধ্যে আরো ৩০০ আইসিইউ-র মেশিন আনা হবে।
তিনি আরো বলেন, দেশের আট বিভাগের টেস্ট করার জন্য মেশিন বসানোর ব্যবস্থা নেয়া হচ্ছে, যাতে ঢাকার বাইরেও টেস্ট করা যায়। তবে ঢাকার বাইরে মেশিন স্থাপনে সময় লাগবে। তিনি বলেন, ইতোমধ্যেই সাতটি মেশিন চলে এসেছে। এছাড়া আইইডিসিআরে রয়েছে আটটি মেশিন।
শনিবার দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের সভাকক্ষে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।
তিনি বলেন, শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউট ও রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালকে চিকিৎসার জন্য প্রস্তুত করা হবে। চীন থেকে বিশেষজ্ঞ আনা হচ্ছে। তারা এখানকার চিকিৎসকদের প্রশিক্ষণ প্রদান করবেন।
তিনি জানান, ইতোমধ্যেই কয়েক লাখ পিপিই ও মাস্ক এসেছে।