করোনা বিতর্ক থেকে ভয়াবহ সংঘর্ষে নিহত ১

March 21 2020, 10:23

করোনাভাইরাস নিয়ে বিতর্ক ও দু’পক্ষের সংঘর্ষে রাজবাড়ী সদরের ভবদিয়া এলাকায় লাবলু বিশ্বাস (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয় পক্ষ্যের ১২ জন। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

নিহত লাভলুর ভবদিয়া গ্রামের অখিল উদ্দিন বিশ্বাসের ছেলে।

রাজবাড়ী সদর থানার অফিসার্স ইনচার্জ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুনরায় যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

রাজবাড়ী সদরের বরাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান সালাম জানান, করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ ও সফল এ বিষয়ে গত দু’দিন ধরে ভবদিয়া এলাকায় নিহত লাবলু ও গাফ্ফার মিয়া পরিবারের মধ্যে বিতর্ক ও সংঘর্ষ চলে আসছিল।

এরই জেরে শনিবার সকাল ৭টার দিকে বিবাদমান ওই দু’গ্রুপই পূর্ব প্রস্ততি নিয়ে ভবদিয়া স্কুলের পিছনে রাস্তার ওপর লাঠিসোটা নিয়ে সংর্ঘষে লিপ্ত হয়। এতে লাবলুসহ উভয় পক্ষের ১০ থেকে ১২ জন আহত হন। পরে আহতদের হাসপাতালে নেয়ার পর গুরুতর আহত লাবলুর মৃত্যু হয়।

এ বিষয়ে সদর থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।