করোনায় সিএমপি উপ-পুলিশ কমিশনার মিজানুর রহমানের মৃত্যু

July 13 2020, 05:55

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান মারা গেছেন।

সোমবার (১৩ জুলাই) ভোর ৪টার দিকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মিজানুর রহমান চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা (দক্ষিণ) বিভাগে দায়িত্বরত ছিলেন। মূলত মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি করোনায় আক্রান্ত হন।

নগর গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আবু বকর সিদ্দিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে তিনি গত ২৮ জুন থেকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। আইসিইউতে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

মিজানুর রহমানের মৃত্যু চট্টগ্রাম নগর পুলিশে শোকের ছায়া নেমে এসেছে।