করোনায় যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা একদিনে ২০০০ ছাড়িয়েছে
যুক্তরাষ্ট্রে এক দিনে দুই হাজারের বেশি মানুষ করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন। যা এ যাবতকালের মধ্যে সর্বোচ্চ। বিশ্বে আর কোথাও একদিনে এতো মানুষের করোনাভাইরাসে মৃত্যু হয়নি।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া পরিসংখ্যানে দেখা গেছে, যে গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে ২,১০৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন পাঁচ লাখেরও বেশি মানুষ।
বিশ্বব্যাপী করোনভাইরাস সবচেয়ে বেশি সংখ্যক মৃত্যুর দেশ হিসাবে যুক্তরাষ্ট্র শিগগিরই ইতালিকে ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তবে হোয়াইট হাউস কোভিড-১৯ টাস্কফোর্সের বিশেষজ্ঞরা বলছেন যে, এই প্রাদুর্ভাবটি পুরো যুক্তরাষ্ট্র জুড়েই শুরু হয়েছে।
ডা. ডেবোরাহ বার্কস বলেছেন যে, এই প্রাদুর্ভাব স্থিতিশীল হতে পারে এমন ইতিবাচক ইঙ্গিত দেখা দিয়েছিল।
তবে তিনি সতর্ক করে বলেন, ‘যুক্তরাষ্ট্র এখনো আক্রান্তের হিসেবে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারেনি।’
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরো বলেছেন, তিনি আশা করছেন যে, যুক্তরাষ্ট্র্রে এক লাখ মানুষের প্রাণহানির যে প্রাথমিক অনুমান করা হচ্ছিল। তার চেয়ে কম মানুষ মারা যাবে।
সূত্র : বিবিসি