করোনায় মারা গেছেন নারায়ণগঞ্জের জনপ্রিয় চিকিৎসক আমেনা খান

May 26 2020, 11:12

নারায়ণগঞ্জে অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় চিকিৎসক নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকার আমেনা জেনারেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা: আমেনা খান মারা গেছেন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি মারা গেছেন।

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের চিকিৎসা তত্ত্বাবধায়কের ব্যক্তিগত সহকারী সোহেল জানান, গাইনি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা: আমেনা অনেকদিন আগেই হাসপাতাল থেকে অবসরপ্রাপ্ত হয়েছেন। মঙ্গলবার সকালে তিনি মারা যান। ডা: আমেনার করোনা পজিটিভ ছিল।