করোনায় বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে ৮ হাজার ৯৬৭

March 19 2020, 06:38

বৈশ্বিক মহামারি ‍করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বৃহস্পতিবার পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৯৬৭ জনে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার ওয়েবসাইট ওয়াল্র্ডোমিটারের তথ্য অনুযায়ী, নভেল করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ২ লাখ ১৯ হাজার ২৪০ জন। এদের মধ্যে বর্তমানে ১ লাখ ২৪ হাজার ৫২৮ জন বর্তমানে চিকিৎসাধীন এবং ৬ হাজার ৮১৫ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

এছাড়া করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৯৪ হাজার ৭১২ জন (৯১ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ৯ শতাংশ রোগী মারা গেছেন। সূত্র : ইউএনবি