করোনায় ইসোয়াতিনির প্রধানমন্ত্রীর মৃত্যু

December 15 2020, 04:51

ইসোয়াতিনির প্রধানমন্ত্রী অ্যামব্রোস দিলামনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। দেশটির স্থানীয় সময় সোমবার সরকারের পক্ষ থেকে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

এ ব্যাপারে বিবিসি জানিয়েছে, রবিবার দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫২ বছর বয়সে মারা গেছেন অ্যামব্রোস। ২০১৮ সালে দেশটির প্রধানমন্ত্রী হন সাবেক এই ব্যাংকার।

গত ১৬ নভেম্বর প্রধানমন্ত্রী অ্যাম্ব্রোস ঘোষণা দেন, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। পরে আফ্রিকার আরেক দেশ দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে ভর্তি হন তিনি।
দক্ষিণ আফ্রিকান স্থলবেষ্টিত ছোট দেশ ইসোয়াতিনি। ক্ষুদ্র অর্থনীতি দেশ ইসোয়াতিনি একসময় সোয়াজিল্যান্ড নামে পরিচিত ছিল।

সূত্র: বিবিসি