করোনায় ইরানের এমপির মৃত্যু

March 01 2020, 06:43

এবার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ইরানের সংসদ সদস্য। তার নাম মোহাম্মদ আলী রামাজানি দস্তক। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে এ খবর প্রকাশ করে ইন্ডিপেন্ডেন্ট।

ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি জানায়, শনিবার সকালে হাসপাতালে মারা যান এই সংসদ সদস্য। মোহাম্মদ আলী রামাজানি সম্প্রতি আস্তানা আশরাফিহের প্রতিনিধি হয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। সূত্র : ইন্ডিপেন্ডেন্ট।