করোনায় আক্রান্ত রাশিয়ার প্রধানমন্ত্রী

মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। মিশুস্তিনের অসুস্থ হওয়া কারণে দেশটিতে উপ-প্রধানমন্ত্রী আন্দ্রেই বেলুসভকে প্রধানমন্ত্রীর দায়িত্ব চালিয়ে যেতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক ভিডিও কনফারেন্সে মিশুস্তিন নিজেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে করোনা পজেটিভের বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, তার নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস ‘পজিটিভ’ এসেছে বলে তিনি ঘরেই আইসোলেশনে রয়েছেন।
দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় এক লাখের বেশি। রাশিয়ায় করোনায় মারা গেছে ১ হাজারের বেশি জন।