করোনায় আক্রান্ত মাওলানা তারিক জামিল
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের বিখ্যাত ইসলামিক স্কলার মাওলানা তারিক জামিল। সোমবার করোনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ এসেছে।
এক টুইটার পোস্টে তিনি জানিয়েছেন, গত কয়েক দিন ধরে আমার শরীর ভালো যাচ্ছিল না। পরে কোভিড-১৯ পরীক্ষা করি, সেখানে আমার রিপোর্ট পজিটিভ আসে। পরে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন।
তাবলিগ জামাত সংগঠনের সদস্য এবং পাকিস্তানের ফয়সালাবাদের একটি মাদ্রাসার পরিচালকও তিনি। ২০১৩-১৪ সালে দ্য মুসলিম ৫০০-এর জনপ্রিয় বক্তা হিসেবে স্থান পেয়েছিলেন পাকিস্তানি এই ইসলামিক স্কলার।
১৯৫৩ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন মাওলানা তারিক জামিল। তিনি পাকিস্তানি ইসলাম প্রচারক, দেওবন্দ পণ্ডিত।