করোনায় আক্রান্ত ভারতীয় সেনা কর্মকর্তা

March 18 2020, 08:43

নোভেল করোনাভাইরাসের জেরে গোটা বিশ্বে মৃতের সংখ্যা প্রায় ৮ হাজার। এমন পরিস্থিতিতে ভারতেও করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বুধবার সকাল পর্যন্ত ভারতে মোট কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪৭ জন। এদিকে প্রাণঘাতী করোনাভাইরাস এবার আক্রমণ করেছে ভারতীয় সেনাবাহিনীকেও। আক্রান্তদের মধ্যে রয়েছেন এক ভারতীয় সেনা কর্মকর্তা।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা গেছে, এই প্রথম কোনো ভারতীয় সেনা কর্মকর্তার শরীরে পাওয়া গেল কোভিড-১৯ রোগ। ভারতের লাদাখের লে-তে কর্তব্যরত ৩৪ বছর বয়সী ওই সেনা কর্মকর্তা আক্রান্ত হয়েছেন প্রাণঘাতী করোনাভাইরাসে। এদিকে ওই সেনা কর্মকর্তার শরীরে ‘করোনাভাইরাস পজিটিভ’ ধরা পড়ার পরেই তাকে কোয়ারেন্টাইন বা অন্যদের থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। ভারতীয় সেনার পদাতিক বাহিনী লাদাখ স্কাউটস রেজিমেন্টে দায়িত্বপালন করছিলেন ওই সেনা কর্মকর্তা। ভারতীয় সেনাবাহিনীর এই বিশেষ বিভাগ যেহেতু পুরো বছরজুড়ে বরফের মধ্যেই কাজ করে, তাই তাদেরকে ‘স্নো ওয়ারিয়র্স’ বা ‘বরফ যোদ্ধা’ নামেও ডাকা হয়। কিন্তু সেনাবাহিনীর সেই ডাকাবুকো বিভাগের কর্মী হওয়া সত্ত্বেও করোনাভাইরাসের আক্রমণ থেকে নিজেকে বাঁচাতে পারলেন না ওই সেনা কর্মকর্তা।

জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি ভারতীয় সেনাবাহিনীর এই কর্মকর্তার বাবা ইরান থেকে ভারতে ফিরে আসেন। তার বাবা যখন দেশে ফিরে আসেন সেই সময় ওই সেনা কর্মকর্তা কর্মস্থর থেকে ছুটি নিয়ে বাড়িতে ছিলেন। এরপর গত ২ মার্চ আবারো ডিউটিতে যোগ দেন তিনি। তার কিছুদিন পরেই তার শরীরে করোনাভাইরাসের লক্ষণ পাওয়া যায়।

ওই সেনা কর্মকর্তার বাবাও করোনায় আক্রান্ত হওয়ায় তাকে লাদাখ হার্ট ফাউন্ডেশনে গত ২৯ ফেব্রুয়ারি থেকে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে এবং গত ৬ মার্চ তার শরীরে করোনা ভাইরাস বা কোভিড-১৯ সংক্রমণের প্রমাণ পাওয়া যায়। এই ঘটনার পরেই ভারতীয় সেনাবাহিনীর ওই কর্মকর্তাকেও আলাদা করে রাখা হয় এবং তার রক্তের নমুনা পরীক্ষা করার পর তা পজিটিভ রিপোর্ট দেয়।

ভারতীয় সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে, ওই সেনা কর্মকর্তা কর্মস্থলে নিজের পদে খাতা-কলমে যোগদান করলেও, তাকে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। এদিকে তার বোন, স্ত্রী ও দুই সন্তানকেও করোনা আক্রান্ত সন্দেহে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে রাখা হয়েছে।

এদিকে খবর মিলেছে যে, ভারতের পুনেতে একটি সামরিক ইনস্টিটিউটের সেনা কর্মকর্তার শরীরেও করোনা ভাইরাস থাবা বসিয়েছে, এমন সন্দেহ করা হচ্ছে। তার দেহেও ওই ভাইরাসের লক্ষণ দেখা দেয়ায় তাকে তাড়াতাড়ি কোয়ারেন্টাইন করে রাখা হয়। তবে এখনো তার রক্তের নমুনা পরীক্ষা করানো হয়নি।

বুধবার সকালে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশ করা পরিসংখ্যানে দেখা যায়, ভারতে এখন পর্যন্ত আক্রান্ত ১৪৭ জনের মধ্যে ২৫ জন বিদেশি নাগরিক। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দেশটিতে ৩ জনের মৃত্যু হয়েছে। এর পাশাপাশি সুস্থও হয়ে উঠেছেন ১৪ জন। সূত্র : এনডিটিভি