করোনায় আক্রান্তের সংস্পর্শে আসা ৪০ জন স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে : স্বাস্থ্য মন্ত্রণালয়
বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা ৪০ জন নিজ থেকেই কোয়ারেন্টাইনে আছেন। সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
রোববার দেশে প্রথমবারের মতো করোনা ভাইরাসে সংক্রমণের তথ্য জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, করোনায় আক্রান্ত তিনজনের মধ্যে দু’জন ইতালি থেকে দেশে ফিরেছেন। এই দু’জনের প্রথম যিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তার সংস্পর্শে আসা ৪০ জনকে স্বেচ্ছায় কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
সূত্র : বিবিসি