করোনার ব্রিফিংয়ে এসব কী বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প

April 27 2020, 17:48

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসের বিষয়ে হোয়াইট হাউজে নিয়মিত প্রেস ব্রিফিং করছেন। এসব সংবাদ সম্মেলনে তিনি এপর্যন্ত দুই লাখ ৬০ হাজারেরও বেশি শব্দ উচ্চারণ করেছেন।

নিউ ইয়র্ক টাইমস সংবাদপত্রের সাংবাদিকরা প্রত্যেকটি শব্দ বিশ্লেষণ করে দেখার চেষ্টা করেছেন যে তিনি আসলে কী ধরনের বার্তা দেওয়ার চেষ্টা করছেন।

পত্রিকাটি বলছে, “এখনও পর্যন্ত দেখা গেছে ট্রাম্পের এসব ব্রিফিং-এ বার বার যেটি এসেছে তা হলো নিজেই নিজেকে অভিনন্দন জানানো।”

“তিনি অন্যদেরকেও কৃতিত্ব দেন (৩৬০ বারেরও বেশি) তাদের কাজের জন্য, আবার একই সাথে অন্যদের দোষী সাব্যস্ত করেন (১১০ বারেরও বেশি) বিভিন্ন অঙ্গরাজ্যে ও কেন্দ্রীয় পর্যায়ে অপ্রতুল সাড়া দেওয়ার অভিযোগের জবাবে। বিবিসি।