করোনার ধাক্কা বিশ্ব শেয়ার বাজারে : ৪৪৪ বিলিয়ন ডলার হারালেন ৫৫৫ ধনী
গত প্রায় দুমাস ধরে চলা নোভেল করোনা ভাইরাস বা কনভিড–১৯–এর জোরাল ধাক্কা লেগেছে বিশ্বের শেয়ারবাজারে। বিল গেটস্, ডেফ বেজোস, বার্নার্ড আর্নল্ট, এলন মাস্কসহ সারা বিশ্বের ৫৫৫ জন ধনী ব্যক্তিরা ইতিমধ্যেই প্রায় ৪৪৪ বিলিয়ন মার্কিন ডলারের সম্পত্তি খুইয়েছেন করোনা ভাইরাসের জন্য বাজারে হওয়া আর্থিক মন্দায়।
ব্লুমবার্গের ধনী তালিকায় কমপক্ষে ৮০ শতাংশ ধনী ব্যক্তির নাম এবছরে লাল কালিতে চিহ্নিত করা হয়েছে। এখনও পর্যন্ত করোনাভাইরাসের সম্পূর্ণ নিরাময়ের সন্ধান মেলেনি। এটাকে মহা মড়ক বলে যদিও এখনও উল্লেখ করেনি।