করোনার কারণে দৌলতদিয়া যৌনপল্লী ১৫ দিন বন্ধ ঘোষণা
করোনাভাইরাস থেকে মানুষকে নিরাপদে রাখতে দেশের বৃহৎ পতিতাপল্লী রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লীতে জনসমাগম রোধে ১৫ দিনের জন্য বন্ধ রাখার ঘোষণা করেছে প্রশাসন।
শুক্রবার দুপুরে এ ঘোষণা দেন গোয়ালন্দ থানার অফিসার্স ইনচার্জ মো: আশিকুর রহমান।
তিনি জানান, শুক্রবার সকালে উপজেলা করোনাভাইরাস সংক্রান্ত জরুরি সভায় হয় পুলিশ বিভাগের পক্ষ থেকে দৌলতদিয়া যৌনপল্লী সাময়িক বন্ধের প্রস্তাব করা হয়।
দৌলতদিয়া যৌনপল্লীতে প্রতিদিন গড়ে সাড়ে তিন হাজার মানুষ যাতায়াত করে। আর পল্লীর মধ্যে রয়েছে প্রায় পাঁচ হাজারের মতো যৌনকর্মী ও তাদের পরিবারের লোকজন।
বন্ধ ঘোষণার আগে পল্লীর যৌনকর্মীদের খাদ্য নিরাপত্তার জন্য ৩৫ মেট্রিকটন চাল বরাদ্দ চেয়ে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কাছে একটি চিঠিও পাঠানো হয়েছে। ওই চাল বরাদ্দের চিঠি পেয়েই ১৫ দিনের জন্য সাময়িক বন্ধ ঘোষণা করা হয় দেশের বৃহৎ এই যৌনপল্লী।
এর আগে শুক্রবার সকালে এই যৌনপল্লী ১৫ দিনের জন্য বন্ধের প্রস্তাব করে জন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঢাকা বিভাগীয় কমিশনারের কাছে একটি প্রস্তাব পাঠান জেলা পুলিশ সুপার মো: মিজানুর রহমান পিপিএম বার।
শুক্রবার দুপুর পর্যন্ত যৌনপল্লীতে মানুষের আনাগোনা দেখা গেছে। করোনাভাইরাসের ছড়ানোর জন্য খুবই ঝুঁকিপূর্ণ। তাই সিদ্ধান্ত হয়েছে আপাতত ১৫ দিনের জন্য যৌনপল্লীতে অবাধ বিচরণ বন্ধ থাকবে। সেক্ষেত্রে যৌনকর্মীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে খুব দ্রুতই বন্ধ ঘোষণা করা হয়েছে দৌলতদিয়া পল্লীটি।
বন্ধকালীন সময়ে যৌনকর্মীদের কোনো ঘরভাড়াও দিতে হবে না বলে জানান এসপি। তিনি বলেন, দৌলতদিয়া যৌনপল্লীর মধ্যে যারা ঘর মালিক রয়েছেন তাদেরকেও এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হবে। যতদিন বন্ধ থাকবে ততদিন কোনো ঘর মালিকই যৌনকর্মীদের কাছ থেকে ঘরভাড়া নিতে পারবে না।