করোনাভাইরাস : ভারতে সব রেস্তোরাঁ বন্ধের পরামর্শ

March 18 2020, 07:31

করোনাভাইরাস প্রতিরোধে ভারতে এর আগেই জিম, সুইমিং পুল, সিনেমা হল বন্ধ করা হয়েছিল। এবার সেই পথে হাঁটলো ন্যাশনাল রেস্তোরাঁ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (এনআরএআই)। কী সিদ্ধান্ত নিল তারা? সারা বিশ্বের পাশাপাশি ভারতেও প্রতিদিন বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এমন অবস্থায় দেশের সব রেস্তোরাঁ বন্ধ রাখার পরামর্শ দিল এনআরএআই। আজ বুধবার অর্থ্যাৎ ১৮ মার্চ থেকে শুরু করে ৩১ মার্চ পর্যন্ত চলবে এই নিষেধাজ্ঞা।

মঙ্গলবার এনআরএআই’র দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ভারতে ফুড সার্ভিস সেক্টরের সঙ্গে জড়িত কয়েক লাখ কর্মী এবং খাদ্য বিলাসীদের কথা মাথায় রেখেই এই সিদ্ধন্ত নিতে হয়েছে। জানি আমাদের এই সিদ্ধান্তের ফলে ব্যাপক হারে আর্থিক ক্ষতি হবে কিন্তু পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তা নজরে রেখে এই সিদ্ধান্ত নিতেই হলো। এই সিদ্ধান্ত মানুষের কল্যাণের জন্যেই নেয়া হয়েছে।’

এনআরএআই’র বক্তব্য, বহু কর্মী প্রতিদিন পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেন যাতায়াতের জন্যে। সেক্ষেত্রে তাদের করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কাও বেশি। ‘এমনই অপ্রিয় ঘটনা আটকাতেই সংগঠনের সব সদস্যদের পরামর্শ দেয়া হচ্ছে রেস্তোরাঁ বন্ধ রাখার জন্যে। কর্মীদের বাড়িতে থাকার জন্যেও অনুরোধ করা হচ্ছে।’

এদিকে রেস্তোরাঁ বন্ধ হলে যে ব্যাপক পরিমাণে আর্থিক ক্ষতি হবে তা রুখতে বিভিন্ন স্টেকহোল্ডার যেমন বাড়ির মালিক, সরকারি দফতর, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে সাহায্য চেয়েছে এনআরএআই। লোন মেটানো, সুদের হার কমানো, লাইসেন্স ফি, ট্যাক্স কমানোর আর্জিও জানানো হয়েছে এই সংকটের মুহূর্তে। সূত্র : এই সময়