করোনাভাইরাস : নতুন রোগী কোথায় কোথায় বাড়লো

April 24 2020, 16:35

বাংলাদেশে করোনার প্রকোপ এখন ভয়াবহ। শুক্রবার অর্থাৎ গত ২৪ ঘণ্টায় আক্রান্ত নতুন রোগীর সংখ্যা ৫০৩ জন। ইতোমধ্যে সারাদেশে ৬১টি জেলায় করোনাভাইরাস হানা দিয়েছে। আক্রান্ত রোগীর ৫০ দশমিক ৫৯ শতাংশই ঢাকা শহরের। আর ঢাকা বিভাগের বাকি জেলাগুলোয় আক্রান্তের হার ৩৫ দশমিক ৪১ শতাংশ। আজ নতুন আক্রান্ত জেলা হলো নাটোর ও ভোলা।

এদিকে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) প্রকাশিত ২৪ এপ্রিলের তথ্য অনুযায়ী শুধু ঢাকা বিভাগেই সর্বমোট আক্রান্ত তিন হাজার ৫০২ জন। এর মধ্যে শুধু ঢাকা সিটিতে দুই হাজার ৬০, নারায়ণগঞ্জে ৫৬৬, গাজীপুরে ২৯৪, কিশোরগঞ্জে ১৮০, মাদারীপুরে ২৮, মানিকগঞ্জে ১২, মুন্সীগঞ্জে ৬৩, নরসিংদীতে ১৪১, রাজবাড়ীতে ১১, ফরিদপুরে ৮, টাঙ্গাইলে ২১, শরীয়তপুরে ১১, গোপালগঞ্জে ৪৩, ঢাকার পার্শ্ববর্তী অঞ্চলে ৬৪ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

এদিকে আক্রান্তের দিক থেকে দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ। চট্রগ্রামে তিন দশমিক ৮৩ শতাংশ করোনা রোগী পাওয়া গেছে। চট্টগ্রাম জেলায় ৪৫, কক্সবাজারে ৬, কুমিল্লায় ৩২, ব্রাহ্মণবাড়িয়ায় ২৫, লক্ষ্মীপুরে ২৭, বান্দরবান ৪, নোয়াখালীতে ৪, ফেনী ৩, চাদপুরে ১০ জনসহ মোট ১৫৬ জন আক্রান্ত হয়েছে।

ময়মনসিংহ বিভাগে জামালপুরে ৩০, নেত্রকোনায় ২২, শেরপুরে ১৯, ময়মনসিংহ জেলায় ৬৮ জনসহ মোট ১৩৯ জন আক্রান্ত। রংপুরের গাইবান্ধায় ১৪, নীলফামারীতে ১০, লালমনিরহাটে ২, কুড়িগ্রামে ৫, দিনাজপুরে ১৩, ঠাকুরগাঁওয়ে ৮, রংপুর জেলায় ১৫, পঞ্চগড়ে ৩ জনসহ মোট ৭০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আর বরিশাল বিভাগে বরিশাল জেলায় ৩৫, বরগুনায় ২৩, পটুয়াখালীতে ১৬, পিরোজপুরে ৫, ভোলাতে ২, ঝালকাঠিতে ৫ জনসহ মোট ৮৬ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। সিলেটের মৌলভীবাজারে ৪, সুনামগঞ্জে ১৩, হবিগঞ্জে ২১, সিলেট জেলায় ১১ জনসহ মোট ৪৯ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।

এদিকে রাজশাহী বিভাগের রাজশাহী জেলায় ৯, জয়পুরহাটে ৪, বগুড়ায় ১০, নওগাঁয় ২, সিরাজগঞ্জে ২, নাটোর ১, চাপাইনবাবগঞ্জে ১ ও পাবনায় ৩ জনসহ মোট ৩২ জন রোগী শনাক্ত করা হয়েছে। এছাড়াও খুলনায় ৭, যশোরে ৭, চুয়াডাঙ্গায় ৮, বাগেরহাটে ১, মাগুরা ২, মেহেরপুর ২, কুষ্টিয়া ৪ ও নড়াইলে ৭ জনসহ মোট ৩৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর খবর পাওয়া গেছে।
সারাদেশে এখন পর্যন্ত সর্বমোট মারা গেছে ১৩১ জন।