করোনাভাইরাসে মৃত্যুর থাবা যুক্তরাষ্ট্রেও
মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো করোনাভাইরাসে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ওয়াশিংটনে ওই ব্যক্তির মৃত্যু হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি ও সিএনএন বিষয়টি নিশ্চিত করেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৬৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সারাবিশ্বে প্রায় ৮৫ হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে প্রায় ২৯০০ জন। নিহতের একটা বড় অংশই চীনের নাগরিক।
ওয়াশিংটনের গভর্নর জে ইনস্লি এক বিবৃতিতে জানান, করোনাভাইরাসে মৃত্যুর ঘটনা খুবই দুঃখজনক। নাগরিকদের সুস্থ ও নিরাপদ রাখতে আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে।
করোনাভাইরাসে মার্কিন যুক্তরাষ্ট্রে এটি প্রথম মৃত্যু হলেও এর আগে গত ৬ ফেব্রুয়ারি চীনের উহান শহরের জিনয়িনতিয়ান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যুক্তরাষ্ট্রের এক নাগরিকের মৃত্যু হয়। ডিসেম্বরের শেষদিকে চীনে ভাইরাসটি প্রথম দেখা দেয়।